Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

মৌলভীবাজারের প্রখ্যাত আলেম আব্দুল কাইয়ুম সিদ্দিকীর ইন্তেকাল

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩১, ১৩ আগস্ট ২০২১

মৌলভীবাজারের প্রখ্যাত আলেম আব্দুল কাইয়ুম সিদ্দিকীর ইন্তেকাল

মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী

আল্লামা ফুলতলীসাহেব-এর খলিফা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মৌলভীবাজারের সৈয়দ শাহ মোস্তফা টাউন কামিল মাদ্রসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী ইন্তেকাল করেছেন। গতকাল ১২ আগস্ট রাত ১টা ৩০ মিনিটে মৌলভীবাজার শহরের একটি প্রাইভেট হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

আজ ১৩ আগস্ট বাদ জুমা মরহুমের নামোজে জানাজা অনুষ্ঠিত হয়েছে হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) পৌর ঈদগাহ ময়দানে। এরপর বাদ আসর ৫টা ৩০ মিনিটে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে তারাদরম (বড়লেখা) কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে। জানাযা শেষে মুড়াউল গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকীর ইন্তেকালে তার নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিজ্ঞ আলেমের মৃত্যুতে শোক প্রকাশ করে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর স্মৃতিচারণ করেছেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ