বাংলাদেশ আমেরিকান সোসাইটি অব মুসলিম এইড ফর হিউম্যানিটি তথা বাসমাহ এর উদ্যোগে ফ্রি স্বাস্থ্যসেবা দিতে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পরিচালিত হচ্ছে ‘বাসমাহ হেলথ পোস্ট’। গতকাল ১০ আগস্ট এটি পরিদর্শন করেছেন সরকারের স্বাস্থ্য কর্মকর্তা এবং জাতিসংঘের প্রতিনিধিরা।
বাসমাহ হেলথ পোস্টের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদেরকে করোনাভাইরাসের টিকা দেওয়া হচ্ছে। পরিদর্শনের সময় পুরো প্রোগ্রামটি দেখে সন্তুষ্টি প্রকাশ করেছে প্রতিনিধি দল। এই কর্মসূচি অব্যাহত রাখতে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন তারা।
রোহিঙ্গা শরণার্থীদের টিকা প্রদানের এই কর্মসূচিতে বাসমাহকে সহযোগিতা করছে- ইউএনএইচসিআর, ডব্লিউএইচও এবং ইউনিসেফ। বাসমাহ হেলথ পোস্টের মাধ্যমে শুধু টিকা প্রদান নয়, একইসাথে জরুরি স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করছে করা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে।
এই কর্মসূচি অব্যাহত রাখতে দেশ-বিদেশের সবার সহযোগিতা কামনা করেছে বাসমাহ।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।