Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

মসজিদে নাচের ভিডিও, লাইকি তারকা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪১, ১১ আগস্ট ২০২১

মসজিদে নাচের ভিডিও, লাইকি তারকা গ্রেপ্তার

নাচের ভিডিও ক্লিপটি অনলাইনে ছড়িয়ে পড়লে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় বলে জানিয়েছে পুলিশ৷ গ্রেপ্তারকৃত লাইকি তারকা ইয়াসিন-এর বয়স বিশ বছর৷ তাকে রাজধানী ঢাকা থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত দাউদকান্দিতে তার নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়৷ 
আলোচিত ভিডিওতে থাকা নারীকেও খোঁজা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ৷

ইয়াসিন গতমাসে ভিডিওটি ধারণ করে তার লাইকি অ্যাকাউন্টে প্রকাশ করেন৷ ভিডিওতে তাকে এবং এক নারীকে দাউদকান্দি মডেল মসজিদের সিঁড়িতে নাচতে দেখা গেছে৷ বাংলাদেশ সরকার সম্প্রতি এরকম পঞ্চাশটি মসজিদ তৈরি করেছে৷

ইয়াসিনের লাইকি অ্যাকাউন্ট অবশ্য ভিডিও প্রকাশিত হওয়ার পর সাসপেন্ড হয়ে যায়৷ পুলিশ জানিয়েছে, ভিডিও শেয়ারিং সাইটটিতে ইয়াসিনের ৯৪০,০০০-এর বেশি অনুসারী ছিল৷

এই বিষয়ে কুমিল্লার পুলিশ প্রধান আমিনুল ইসলাম ফরাসি বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘‘মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় ডিজিটাল নিরাপত্তা আইনে ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়েছে৷''

সাংবিধানিকভাবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে পরিচিত বাংলাদেশের পুলিশ এর আগেও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার দায়ে অনেককে গ্রেপ্তার করেছে৷ গ্রেপ্তারকৃতদের মধ্যে অনেক হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের অনুসারী রয়েছেন যাদের বিরুদ্ধে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননা কিংবা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগ তোলা হয়েছে৷ 

ফেসবুকে মহানবি মোহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটূক্তি করায় এক হিন্দু ব্যক্তিকে গত সেপ্টেম্বরে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়৷

এছাড়া, গত কয়েক বছরে বেশ কয়েকজন ধর্মনিরপেক্ষ ব্লগারের বিরুদ্ধেও ধর্মনিন্দার অভিযোগ আনা হয়েছে, যাদের অনেকে কারাভোগ করেছেন কিংবা উগ্রপন্থি ইসলামিস্টদের হামলার শিকার হয়েছেন৷


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ