Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

সিলিন্ডারের দাম আবার বাড়ল, এবার ১০০ টাকার বেশি বাড়ছে

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৭, ২৯ জুলাই ২০২১

সিলিন্ডারের দাম আবার বাড়ল, এবার ১০০ টাকার বেশি বাড়ছে

বাংলাদেশে তরল পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি'র মূল্য সিলিন্ডার প্রতি ১০২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করে দিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন।

আজ ঢাকায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল বলেছেন, এই নতুন দাম কার্যকর হবে পহেলা অগাস্ট রোববার থেকে।

এখন দাম বৃদ্ধির ফলে ১২ কেজি গ্যাসের প্রতি সিলিন্ডারের দাম হবে ৯৯৩ টাকা।

এ মাসের গোড়াতেও এর দাম বাড়ানো হয়েছিল।

জুলাই মাসে ৪৯ টাকা দাম বাড়ানোর কারণে প্রতি সিলিন্ডারের দাম এখন রয়েছে ৮৯১ টাকা।

অগাস্ট থেকে আরও বাড়তি দাম দিতে হবে গ্রাহকদের।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ