বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশনের তালিকায় যোগ হচ্ছে আরও একটি নাম, নেক্সাস টেলিভিশন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশের মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয়ে নন-ফিকশন এই চ্যানেলটির উদ্বোধন হচ্ছে আগামী ৩০ জুলাই।
সন্ধ্যা ৬টায় শুরু হবে আনুষ্ঠানিক পথচলা। মহামারি করোনাভাইরাসের কারণে ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান করা হবে সম্পন্ন করা হবে। চ্যানেলটির সঙ্গে থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানাউল্লাহ।
এক বার্তায় জানানো হয়েছে, চ্যানেলটির মাধ্যমে দেশের সুখ-সমৃদ্ধির গল্প, মানুষের বেঁচে থাকা, ঘুরে দাঁড়ানোর লড়াই, তারুণ্যের শক্তি এবং নারীর এগিয়ে চলাসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। টেলিভিশনটির মাধ্যমে রচিত হবে জীবনের বন্ধন।