সিলেট-৩ উপনির্বাচন স্থগিত
সিলেট-৩ আসনের উপনির্বাচন আগামী ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করছেন হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিটের শুনানি শেষে আজ সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এতে আগামী বুধবার (২৮ জুলাই) ভোট হবে না আসনটিতে।
শুনানিতে আদালত বলেছেন, ৫ আগস্ট পর্যন্ত বিধিনিষেধ আছে। তাই, নির্বাচন কমিশনের বক্তব্য শুনে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। করোনার কথা বিবেচনায় সিলেট-৩ আসনের উপনির্বাচন স্থগিত রাখতে সিইসিকে আইনি নোটিশ পাঠান পাঁচ আইনজীবী। অন্যথায় উচ্চ আদালতে যাওয়ার কথা নোটিশে উল্লেখ করেন তারা।
গত ১১ মার্চ করোনায় আক্রান্ত হয়ে মারা যান সিলেট-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। এরপর আসনটি শূন্য ঘোষণা করে ২৮ জুলাই নির্বাচনের দিন নির্ধারণ করে ইসি।