Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

পিরোজপুরে ঘরে গোশত পৌঁছে দিয়েছেন সাদাকাহর স্বেচ্ছাসেবীরা

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৭, ২২ জুলাই ২০২১

পিরোজপুরে ঘরে গোশত পৌঁছে দিয়েছেন সাদাকাহর স্বেচ্ছাসেবীরা

বরাবরের মতো এবারও বাংলাদেশের বিভিন্ন স্থানে কোরবানির গোশত বিতরণ করেছে সাদাকাহ ফাউন্ডেশন অব ইউএসএ। এর একটি ছিল পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌর এলাকা। ঈদের দিন সকালে ওই এলাকায় পশু জবাইয়ের পর করোনার কারণে গোশত নিম্ন আয়ের মানুষের ঘরে পৌঁছে দিয়েছেন সাদাকাহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা। 

গোশত পেয়ে পৌরসভার ৬নং ওয়ার্ডের হতদরিদ্র শাহিনুর বেগম বলেন, কোরবানি দুরের কথা, করোনার কারণে অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছি। সাদাকাহ ফাউন্ডেশনের কল্যাণে পরিবারের লোকজনকে নিয়ে কোরবানির গোশত খেতে পারব। সংশ্লিষ্ট সবাইকে অইেশ ধন্যবাদ। 

সাদাকাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, প্রতিবছরের মতো এবারও আমরা কোরবানির গোশত বিতরণ কার্যক্রম আয়োজন করতে পেরেছি। এজন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। একই সাথে এই উদ্যোগকে সফল করতে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান এগিয়ে এসেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ