প্রতি বছরের মতো এবারও বাংলাদেশের বিভিন্ন স্থানে কোরবানির গোশত বিতরণ করেছে সাদাকাহ ফাউন্ডেশন অব ইউএসএ। এর একটি ছিল ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার বেতবাড়ী এলাকা। সেখানে ২৫ জন দুস্থ মানুষের হাতে কোরবানির গোশত তুলে দেওয়া হয়েছে।
বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেছে ফুলবাড়িয়া উন্নয়ন ফাউন্ডেশন এবং বেতবাড়ী প্রগতি সংঘ নামের দুটি সংগঠন। সমন্বয়ের দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ তানভীর হোসাইন।
সাদাকাহ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে তানভীর হোসাইন বলেন, এটা দারুণ একটা উদ্যোগ। বিশেষকরে, করোনাকালে উপার্জন হারিয়ে সমাজের গরীব শ্রেণি যখন আরও শোচনীয় অবস্থায় দিনাতিপাত করছে তখন এই কার্যক্রম প্রশংসার দাবি রাখে। আশাকরি, সাদাকাহ ফাউন্ডেশন তাদের এই উদ্যোগ অব্যাহত রাখবে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।