Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

টিকার নিবন্ধন করলেন খালেদা জিয়া

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪৯, ১৩ জুলাই ২০২১

টিকার নিবন্ধন করলেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া

কোভিড-১৯ এর টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। গত ৮ জুলাই ‘সুরক্ষা’ ওয়েবসাইট অ্যাপসের মাধ্যমে তিনি নিবন্ধন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, রেজিস্ট্রেশনের সময়, টিকার স্থান হিসেবে মহাখালী ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট অ্যান্ড হাসপাতাল লেখা হয়েছে। এসএমএস  পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। বিএনপি চেয়ারপার্সন হৃদরোগ, কিডনি, ফুসফুসের নানা জটিলতায় ভুগছেন বলে জানান তিনি।

এর আগে গত ১৪ এপ্রিল খালেদা জিয়া করোনায় আক্রান্ত হন। জটিলতা দেখা দিলে তাকে ২৭ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গঠন করা হয় ১০ সদস্যের মেডিকেল বোর্ড। তার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড কাজ চালিয়ে যাচ্ছে। প্রতিদিনই মনিটরিং করা হচ্ছে বিভিন্ন পরীক্ষার রিপোর্ট। 


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ