কবি মুহম্মদ নূরুল হুদা
বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হলেন কবি মুহম্মদ নূরুল হুদা। সোমবার (১২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে, তাকে আগামী ৩ বছরের জন্য নিয়োগ দেয়ার কথা উল্লেখ করা হয়েছে।
এর আগে নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন নূরুল হুদা। বর্তমানে নজরুল জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন তিনি।
উল্লেখ্য, ক্যানসারে আক্রান্ত হয়ে গত ২৪ মে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী মারা যান। এরপর থেকে ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন একাডেমির সচিব এএইচএম লোকমান।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।