Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

বঙ্গবন্ধুর নামে ইউনেস্কোর পুরষ্কার

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩১, ১০ জুলাই ২০২১

আপডেট: ২১:৩১, ১০ জুলাই ২০২১

বঙ্গবন্ধুর নামে ইউনেস্কোর পুরষ্কার

বঙ্গবন্ধুর নামে ইউনেস্কোর পুরষ্কার

বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ইউনেস্কোর পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী নভেম্বরে ইউনেস্কোর ৪১তম সাধারণ সভা হবে। তাতে প্রথমবারের মতো এই পুরস্কারটি দেয়া হবে। 

বাংলাদেশে ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশন জানিয়েছে, পুরষ্কারটির নাম ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্যা ফ্লিড অব ক্রিয়েটিভ ইকোনমি। ইউনেস্কোর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে তারা। 

উল্লেখ্য, আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন খ্যাতিমান ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দিয়ে আসছে ইউনেস্কো । প্রথমবারের মতো জাতির পিতা বঙ্গবন্ধুর নামে পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।


চ্যানেল-৭৮৬'এ নিউজ পাঠাতে ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপনের জন্য কল করুন (212) 729-0610, +1 (718) 355-9232 এই নাম্বারে। 

সংবাদটি শেয়ার করুনঃ