Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের স্বাধীনতা দিবস উদযাপন

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৫৪, ৮ জুলাই ২০২১

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের স্বাধীনতা দিবস উদযাপন

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের স্বাধীনতা দিবস উদযাপন

নানা আয়োজনে যুক্তরাষ্ট্রের ২৪৫-তম স্বাধীনতা দিবস উদযাপন করলো ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ভার্চুয়ালি চলে সব আয়োজন। এ আয়োজনের মধ্যে ছিলো রাষ্ট্রদূত আর্ল মিলার ও ডেপুটি চিফ অফ মিশন ওয়াগনার’র বার্তা, কেক কেটে উল্লাস, দেশপ্রেমিক সাজে পোষা প্রাণীর প্রতিযোগিতা, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়া এবং মেরিন সদস্যদের জাতীয় পতাকার রঙের উপস্থাপন।

আল মির্লারের বার্তা তুলে ধরা হলো-
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা!  ‘শুভ জন্মদিন, আমেরিকা। আমাদের জাতির গভীরতম চেতনায়, আমাদের সংবিধান ও স্বাধীনতার ঘোষণাপত্রের চেতনায় আমরা আমাদের স্বাধীনতার জয়ন্তী উদযাপন করি। আমেরিকা বা বাংলাদেশ যেখানেই মানুষ জীবনের প্রতি আমাদের ভালোবাসা অনুভব করবে এবং সাহসী চেতনায় উদ্বুদ্ধ হবে, তাদের জন্য বাংলার মহান কবি ও দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুর’র প্রার্থনা গৃহীত হোক- “চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, …পিতঃ; (আমার দেশেরে) সেই স্বর্গে করো জাগরিত।‘ – রাষ্ট্রদূত আর্ল মিলার


চ্যানেল-৭৮৬'এ নিউজ পাঠাতে ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপনের জন্য কল করুন (212) 729-0610 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ