সহকারী অধ্যাপক বাবলীর মৃত্যুতে জবি’র শোক
বাঁচানো গেলনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাঈদা নাসরিন বাবলীকে। ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জুলাই বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত নাসরিক বাবলী সুপ্রীম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশারের সহধর্মীনি।
ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় সাঈদা নাসরিন বাবলীকে। অবস্থার অবনতি হওয়ায় লাইভ সাপোর্টে রাখা হয় তাকে। ভোরে দুনিয়া ছেড়ে চলে যান তিনি। ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার জানিয়েছেন, গ্রামের বাড়ি সিরাজগঞ্জের সলঙ্গার কালিপুরে প্রথম জানাজা হবে। দ্বিতীয় দফা জানাজা হবে উল্লাপাড়ার বিজ্ঞান কলেজ মাঠে। এরপর ঝিকিড়া কবরস্থানে দাফন করা হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষককে।
এদিকে সাঈদা নাসরিন বাবলির মৃত্যুতে গভীর শোক জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
চ্যানেল-৭৮৬'এ নিউজ পাঠাতে ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপনের জন্য কল করুন (212) 729-0610, +1 (718) 355-9232 এই নাম্বারে।