Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

লকডাউনে পানিবন্দি মানুষ

খাদ্য বিতরণ করছে বাসমাহ

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ০৪:২৬, ৬ জুলাই ২০২১

আপডেট: ১০:১৬, ৬ জুলাই ২০২১

খাদ্য বিতরণ করছে বাসমাহ

খাবার রান্নায় ব্যস্ততা

লকডাউনে আয় রোজগার বন্ধ থাকায় একদিকে উপোষ। অন্যদিকে পানিবন্দিতে মানবেতর জীবন। করোনাকালে এমন হতভাগ্য মানুষের পাঁশে এবার দাঁড়ালো বাসমাহ ফাউন্ডেশন। বাংলাদেশের সাতক্ষীরা জেলার প্রতাপনগর, হরিসখালি, বন্যতলা, কুড়িকাহনিয়া হাওলাদার বাড়ির ৫০০ জন ক্ষুধার্ত মানুষের মাঝে বিতরণ করলো খাদ্য সামগ্রী। 

বাসমাহ জানায়, লকডাউনে পানিবন্দি দরিদ্র পরিবারগুলো খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। তাই, তাদের পাশে দাড়িয়েছে সংস্থাটি। মুখে আহার তুলে দিতে বাসমাহ ফাউন্ডেশনের এই আয়োজন। সারাদেশে প্রতি সপ্তাহে কয়েকশ’ ক্ষুধার্ত মানুষের মাঝে নিয়মিত খাদ্য বিতরণ করে যাচ্ছে সংস্থাটি। এরই অংশ হিসেবে সাতক্ষীরাতে প্রস্তুতকৃত খাদ্য বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাসমাহ ফাউন্ডেশন। 

বাসমাহ ইউএসএ’র অর্থায়নে, বাসমাহ ফাউন্ডেশনের উদ্যোগে প্রস্তুতকৃত খাদ্য বিতরণ চলমান থাকবে বলে জানান সংস্থাটির জেনারেল ম্যানেজার জাকারিয়া মিন্টু।‘ ক্ষুধার্ত মানুষের জন্য একমুঠো আহার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকয়েকবছর ধরে নিয়মিত খাদ্য বিতরণ করছে বাসমাহ ফাউন্ডেশন।

সংবাদটি শেয়ার করুনঃ