
সিনোফার্মের টিকার চালান
যুক্তরাষ্ট্র থেকে মডার্নার তৈরি আরও ১২ লাখ করোনার টিকা ঢাকায় পৌঁছেছে। আজ শনিবার সকাল সাড়ে আটটায় বিশেষ বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এসব টিকা।
এর আগে শুক্রবার ২ জুলাই রাতে আসে মডার্নার ১৩ লাখ টিকা। গতকাল রাতে এসেছে চীন থেকে কেনা ১১ লাখ করোনার ভ্যাকসিনও।স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, ডিসেম্বরের মধ্যে ১০ কোটি টিকা আসবে। ৫ কোটি মানুষকে দেওয়া যাবে এই টিকা।
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ১৮টি দেশকে কোভ্যাক্সের মাধ্যমে ১ কোটি ৬০ লাখ করোনার টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র।