Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

মৃত্যুপুরী বাংলাদেশ

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৮, ১ জুলাই ২০২১

মৃত্যুপুরী বাংলাদেশ

করোনাভাইরাস

করোনা মহামারীতে প্রতিনিয়ত যেন মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার মৃত্যুতে ভেঙে গেছে অতীতের সব রেকর্ড। একদিনে মারা গেছে ১৪৩ জন। সব মিলে প্রাণহানি দাঁড়াল ১৪ হাজার ৬৪৬ জনে।

এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৩০১ জনের। নমুনা পরীক্ষা হয়েছে ৩২ হাজার ৫৫টি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, প্রতি ১০০ জনে, প্রায় ২৬ জনের শরীরে করোনা ভাইরাস মিলেছে। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জন। বিভাগ ভিত্তিক খুলনা-রাজশাহীর অবস্থা সবচেয়ে ভয়াবহ। খুলনাতে সর্বোচ্চ ৪৬ জন, ঢাকায় ৩৫ , রাজশাহীতে ১৯, চট্টগ্রামে ১৫, রংপুরে ১০, বরিশালে ৮, সিলেটে ৭ আর ময়মনসিংহে ৩ জন মারা গেছেন। ১৪৩ জনের মধ্যে ১১ জন মারা গেছেন বাসায় বলে জানানো হয়েছে।  

সংবাদটি শেয়ার করুনঃ