শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়
শতবর্ষ পূর্ণ করলো ‘প্রাচ্যের অক্সফোর্ড’ খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। ১০১তম বর্ষে পা রাখলো বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়। যাত্রা শুরু হয়েছিল ১৯২১ সালের ১ জুলাই।
এ অঞ্চলের উচ্চশিক্ষার প্রসার এবং জ্ঞানচর্চায় অগ্রণী ভূমিকা রেখেছে গৌরবের বিশ্ববিদ্যালয়টি। পাশাপাশি রাজনৈতিক আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও অগ্রণী অবদান রেখেছেন। জ্ঞানচর্চায় খানিকটা পিছিয়ে পড়লেও দেশের সর্বক্ষেত্রে নেতৃত্বে এখানকার শিক্ষার্থীরাই।
ধুমধামে শতবর্ষ উদযাপনের পরিকল্পনা থাকলেও মহামারীর কারণে সীমিত পরিসরে উদযাপন করা হবে দিবসটি। বৃহস্পতিবার (১ জুলাই) ভার্চুয়াল আলোচনা সভা করা হবে। শিক্ষার্থীদের অংশগ্রহণে আগামী ১ নভেম্বর শতবর্ষের মূল উদযাপনের পরিকল্পনা রয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।