Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন এবিএম আব্দুল্লাহ

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৬, ২৮ জুন ২০২১

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন এবিএম আব্দুল্লাহ

এবিএম আব্দুল্লাহ

কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের আল হাদিস এ্যান্ড ইসলামিক স্টাডিস বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এবিএম আব্দুল্লাহ। গতকাল ২৭ জুন বিশ্ববিদ্যালয়ের ২৫১তম সিন্ডিকেট সভায় তাকে এই ডিগ্রি প্রদান করা হয়। তার গবেষণার বিষয় ছিল ‘মানব সম্পদ উন্নয়নে ইসলামী ব্যাংক, পরিপ্রেক্ষিত বাংলাদেশ’।

গবেষণার তত্ত¡াবধায়ক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে প্রফেসর ড. মো. আকতার হোসেন। গবেষণার মুল্যায়ন কমিটির অন্যান্য সদস্য ছিলেন- কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. বিশারত আলী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আক্তারুজ্জামান। 

মাগুরার মহম্মদপুর উপজেলার ঐতিহ্যবাহী পরিবারের সন্তান এবিএম আব্দুল্লাহ। তার বাবা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা এ.টি.এম রিজাউল হক এবং মাতা আয়েশা বেগম। ড. এবিএম আব্দুল্লাহ বর্তমানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. মাগুরা জেলার নতুন বাজার উপ শাখার ইনচার্জ হিসেবে কর্মরত।

সংবাদটি শেয়ার করুনঃ