বাংলাদেশের রাজধানী ঢাকার মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ ২৭ জুন স্থানীয় সময় রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। এতে ৭ জন নিহত এবং প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটতে পারে। তবে ফায়ার সার্ভিস থেকে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারাই এর কারণ অনুসন্ধান করে বিস্তারিত তথ্য দেবেন।
এটা নাশকতা কি না- এমন প্রশ্নে পুলিশ জানায়, মনে হয় না। নাশকতা হলে বোমা বিস্ফোরণ হতো। সেখানে স্লিপ্ন্টার পাওয়া যেত। মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়, বোমার কোনো ঘটনা এখানে নাই।