Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

এবার ‘কঠোর লকডাউন’, ঘরের বাইরে যাওয়া মানা

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪১, ২৫ জুন ২০২১

আপডেট: ২২:৪২, ২৫ জুন ২০২১

এবার ‘কঠোর লকডাউন’, ঘরের বাইরে যাওয়া মানা

বাংলাদেশে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউন জারি করার কথা জানানো হয়েছে। আগামী সোমবার (২৮ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারাদেশে এই কঠোর লকডাউন কার্যকর থাকবে।

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার আজ শুক্রবার (২৫ জুন) বিষয়টি নিশ্চিত করে বলেন, লকডাউন চলকালে জরুরি পরিষেবা ছাড়া সব কিছু বন্ধ থাকবে। সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। 

তিনি আরো বলেন, জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ যেতে পারবে না। গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্টরা লকডাউনের আওতাবহির্ভূত থাকবে।

সংবাদটি শেয়ার করুনঃ