Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সঙ্গে ছারছীনা পীরের প্রতিনিধি দলের সাক্ষাৎ

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৪, ২৫ জুন ২০২১

আপডেট: ১৪:২৫, ২৫ জুন ২০২১

ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সঙ্গে ছারছীনা পীরের প্রতিনিধি দলের সাক্ষাৎ

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর হজরত মাওলানা শাহ মোহাম্মাদ মোহেব্বুল্লাহর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ঢাকাস্থ ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল বৃহস্পতিবার (২৪ জুন) এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন ছারছীনা শরীফের পীরের বড় ছাহেবজাদা হজরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দিন আহমদ হুসাইন।

রাষ্ট্রদূতের সঙ্গে আলাপকালে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল কর্তৃক বর্বরোচিত হামলা এবং বায়তুল মোকাদ্দাস জবরদখলের তীব্র নিন্দা জানানো হয়। এ সময়ে শাহাদতবরণকারী ফিলিস্তিনের পরিবার, যুদ্ধাহত ও বাস্তুহারা জনগণের জন্য ত্রাণ বাবদ আর্থিক সহায়তার একটি চেক রাষ্ট্রদূতের নিকট হস্তান্তর করা হয়।

এক বিবৃতিতে হজরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দিন আহমদ হুসাইন শাহ হুসাইন বলেন, ‘আমাদের এই আর্থিক সহায়তা চলমান থাকবে, ইনশাআল্লাহ।’ এ সময়ে তিনি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মোকাদ্দাস ইহুদীদের দখলমুক্ত হবার বিষয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন।

সংবাদটি শেয়ার করুনঃ