Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৩, ২৩ জুন ২০২১

আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার রোজ গার্ডেনে ঐতিহ্যবাহী এই দলটির জন্ম হয়। শুরুতে দলের নাম আওয়ামী মুসলিম লীগ থাকলেও পরে ‘মুসলিম’ শব্দটি বাদ দিয়ে অসাম্প্রদায়িক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ ঘটে আওয়ামী লীগের। 

প্রতিষ্ঠার শুরুতে দলটির নেতৃত্বে ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শামসুল হক। জন্ম নেওয়ার দুই দশক পরই আওয়ামী লীগের বড় অর্জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জন।

তারপর দেশ গঠনে বিভিন্নভাবে অবদান রেখে চলেছে আওয়ামী লীগ। বর্তমানে টানা তিন মেয়াদে রাষ্ট্রক্ষমতায় রয়েছে দলটি। এর আগেও তারা একাধিকবার ক্ষমতায় গিয়েছিল। সব মিলিয়ে দলটি জাতি গঠনের প্রতিটি সোপানে-স্বাধিকার আন্দোলনের প্রতিটি ধাপে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

সংবাদটি শেয়ার করুনঃ