Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

বাসায় ফিরলেন খালেদা জিয়া

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ২২:২১, ১৯ জুন ২০২১

আপডেট: ২৩:০২, ১৯ জুন ২০২১

বাসায় ফিরলেন খালেদা জিয়া

বাসায় ফিরেছেন খালেদা জিয়া

প্রায় দুই মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শনিবার (১৯ জুন ) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে রওয়ানা হয়ে পৌনে ৯টার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে বেশি দিন থাকলে ইনফেকশনের শঙ্কা আছে। তাই বাসায় ফেরার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড।

গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। ২৭ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ৮ মে তৃতীয় দফা নমুনা পরীক্ষায় ফল নেগেটিভ আসে। খালেদা জিয়ার চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। তাকে বিদেশ নেওয়ার সুপারিশ করা হলেও শেষ পর্যন্ত সরকার অনুমতি দেয়নি।  করোনা মুক্ত হলেও পরবর্তী বেশ কিছু জটিলতায় ভুগছেন খালেদা জিয়া।

সংবাদটি শেয়ার করুনঃ