Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ইসলামি বক্তা আবু ত্বহা তিন দিন ধরে নিখোঁজ

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৬, ১৩ জুন ২০২১

ইসলামি বক্তা আবু ত্বহা তিন দিন ধরে নিখোঁজ

খোঁজ পাওয়া যাচ্ছে না সোশ্যাল মিডিয়ার আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনানের। রংপুর থেকে ঢাকায় আসার পথে গত ১০ জুন রাতে তিনি নিখোঁজ হয়েছেন। এই ঘটনার প্রেক্ষিতে মামলা করতে গেলে তা গ্রহণ করেনি পুলিশ।

নিখোঁজ হবার সময় তার সাথে গাড়িচালকসহ আরো তিনজন সহকর্মী ছিলেন। সেই তিনজন সহকর্মী এবং গাড়িটিরও কোনো খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে অভিযোগ করছেন আদনানের পরিবার। 

আদনানের স্ত্রী সাবেকুন নাহার বলছেন, বৃহস্পতিবার দুপুরে রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তার স্বামী। রাত ২টা ৩৭ মিনিটে শেষ কথা হয়, তিনি তখন বলেছেন কাছাকাছি চলে আসছেন। উনি তখন গাবতলী ছিলেন। এরপর রাত তিনটা থেকে তার ফোন বন্ধ পাই, এখনো পর্যন্ত নম্বর বন্ধই পাচ্ছি।

সংবাদটি শেয়ার করুনঃ