Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

শফিউদ্দিন আহমেদ নতুন সেনাপ্রধান

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৬, ১১ জুন ২০২১

শফিউদ্দিন আহমেদ নতুন সেনাপ্রধান

এস এম শফিউদ্দিন আহমেদ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে। ১০ জুন বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ওয়াহিদা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

এস এম শফিউদ্দিন আহমেদ বর্তমান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হলেন।জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে আগামী ২৪ জুন থেকে তিন বছরের জন্য তাকে সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হচ্ছে। খুলনার একটি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন নবম লংকোর্সের মাধ্যমে।

সংবাদটি শেয়ার করুনঃ