
ভার্চুয়াল মুদ্রা বিটকয়েন
বিটকয়েন একধরনের ক্রিপ্টো-কারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা। ইন্টারনেটের মাধ্যমেই এই মুদ্রার লেনদেন হয়ে থাকে। ২০০৮ সালের শেষের দিকে জাপানের একজন নাগরিক সাতোশি নাকামোতো নামের কেউ বা একদল সফটওয়্যার বিজ্ঞানী এই 'ক্রিপ্টোকারেন্সির' উদ্ভাবন করেন। যদিও এই ব্যক্তির আসল নাম বা পরিচয় এখনো জানা যায়নি।
এখনো কোন দেশ এই ভার্চুয়াল মুদ্রা কে বৈধতা দেয় নি। এই প্রথম ভার্চুয়াল মুদ্রা বিটকয়েনকে বিশ্বের প্রথম দেশ হিসেবে বৈধতা দিয়েছে মধ্য আমেরিকার দেশ এল সালভাদর। মঙ্গলবার ৮ জুন ,দেশটির জাতীয় পরিষদে এক ভোটাভুটিতে এই বৈধতা দেওয়া হয়। এর আগে দেশটির প্রেসিডেন্ট নায়িব বুকেলে ‘বিটকয়েন ২০২১’ শীর্ষক এক সম্মেলনে জানিয়েছিলেন, তিনি ডিজিটাল ওয়ালেট সেবাদাতা প্রতিষ্ঠান স্ট্রাইকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে বিটকয়েনের মাধ্যমে নিজ দেশের আধুনিক আর্থিক অবকাঠামো তৈরি করতে চান।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বিটকয়েনকে বৈধ মুদ্রা হিসেবে প্রচলনের জন্য প্রেসিডেন্ট নিজেই কংগ্রেসে বিল উত্থাপন করেন। পরে বিলটি ৮৪-৬২ ভোটে পাস হয়। এর মাধ্যমে আগামী ৯০ দিনের মধ্যে বৈধ হিসেবে বিটকয়েনের ব্যবহার শুরু হবে।