
দক্ষিণ ডাকোটায় ওষুধের মাধ্যমে গর্ভপাত করার প্রক্রিয়ার সাথে যুক্ত হয়েছে নতুন বিধি-নিষেধ।
বর্তমানে প্রচলিত রাজ্যের আইন অনুযায়ী, গর্ভপাত প্রক্রিয়াটি গর্ভবতী নারীর চেক আপের ৭২ ঘণ্টার পর চালু করা হয়। বর্তমান প্রক্রিয়া গর্ভপাত করার জন্য হাসপাতালে একবার গেলেই চলে। এই প্রক্রিয়াতে মিফেপ্রস্টোন পিল ও মিসোপ্রোস্টেল পিল ব্যবহার করা হয়। সাধারণত, নারীরা একবার ক্লিনিকে/হাসপাতালে গেলে তাদেরকে উভয় পিল দিয়ে দেওয়া হয়। তারা ক্লিনিকে মিফেপ্রিস্টোন পিল খায় এবং এক বা দুই দিন পরে বাড়িতে মিসোপ্রোস্টল খাওয়ার নির্দেশ দেওয়া হয়।
কিন্তু বৃহস্পতিবারের সংশোধিত আইন অনুযায়ী, এখন থেকে উভয় পিলই হাসপাতালে গিয়ে খেতে হবে। এর মাধ্যমে, সাউথ ডাকোটা প্রথম রাজ্য হবে যেখানে উভয় পিলের জন্য হাসপাতালে যেতে হবে।