Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

যুক্তরাষ্ট্রে টিকা নিয়েছে ৫০ শতাংশ মানুষ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯:০৯, ৮ আগস্ট ২০২১

যুক্তরাষ্ট্রে টিকা নিয়েছে ৫০ শতাংশ মানুষ

যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ৫০ শতাংশই টিকার ডোজ সম্পূর্ণ করেছেন। গতকাল এক টুইটে এ তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের করোনাবিষয়ক তথ্য পরিচালক সাইরাস শাপার। টুইটে সাইরাস শাপার বলেন, ‘যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ জনগণ করোনা টিকার ডোজ সম্পূর্ণ করেছেন। এদের মধ্যে সব বয়সের মানুষই আছেন। সত্যি, দারুণ ব্যাপার!’ টুইটে তিনি আরও জানান, গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রে টিকার ডোজ সম্পূর্ণ করা মানুষের হার বেড়েছে ১১ শতাংশ এবং গত দুই সপ্তাহে এই হার বেড়েছে ৪৪ শতাংশ। দেশটির মোট জনসংখ্যা ৩৩ কোটি ৩১ লাখ ৩০ হাজার ১৯৭। সাইরাস শাপারের তথ্য অনুযায়ী, দেশটিতে ইতিমধ্যে টিকার ডোজ সম্পূর্ণ করেছেন ১৬ কোটি ৫০ লাখেরও বেশি মানুষ। ২০২০ সালে মহামারী শুরুর পর থেকে করোনায় মোট আক্রান্ত ও মৃত্যুর হিসাবে বিশ্বের দেশসমূহের মধ্যে এখনো শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটির সরকার ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ৬৪ লাখ ৪৭ হাজার ১২৩ জন এবং মারা গেছেন মোট ৬ লাখ ৩২ হাজার ৬৪১ জন।

বিশ্বের অন্যান্য দেশের চেয়ে সক্রিয় করোনা রোগীও সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। বর্তমানে দেশটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫৯ লাখ ৮০ হাজার ১০ জন। চলতি বছর মার্চের দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছিলেন, ৪ জুলাই স্বাধীনতা দিবসের আগে দেশটির মোট জনগণের ৭০ শতাংশকে টিকার আওতায় আনার লক্ষ্য নিয়েছে তার প্রশাসন। সেই লক্ষ্য অবশ্য পূরণ হয়নি, তবে যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৫০ শতাংশ টিকার ডোজ সম্পূর্ণ করেছেন গত মে মাসে। টিকাদান কর্মসূচিতে ফাইজার এবং মডার্না টিকার ডোজ ব্যবহার করছে দেশটি। টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রে টিকাবিরোধী প্রচারণা শুরু করেছিল একটি মহল। তাদের প্রচারণা এখনো চলছে এবং তাতে মনোযোগ দেওয়া মানুষেরও অভাব নেই। তার পরও মোট জনসংখ্যার অর্ধেককে টিকার আওতায় আনতে পারাকে বড় সাফল্য হিসেবে দেখছেন দেশটির সরকারপন্থি রাজনীতি ও সমাজ বিশ্লেষকরা।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ