দেশজুড়ে ক্রমবর্ধমানভাবে বন্দুক সহিংসতা বৃদ্ধি পাওয়ায় নিউ ইয়র্কে 'জরুরি অবস্থা' জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রথম কোনো রাজ্য হিসেবে এই জরুরি অবস্থা জারি করলো নিউ ইয়র্ক।
নিউ ইয়র্ক গভর্নর অ্যান্ড্রু ক্যুমো এই নির্বাহী আদেশে স্বাক্ষর করার সময় জানান, স্বাধীনতা দিবসের ছুটির সময় ৫১টি বন্দুক হামলার ঘটনা ঘটে।
এছাড়া বন্দুক সহিংসতায় হস্তক্ষেপ ও প্রতিরোধের জন্য ১৩৮ দশমিক ৭ মিলিয়ন ডলার বরাদ্দ রেখেছে নিউ ইয়র্ক কর্তৃপক্ষ।
দেশজুড়ে স্বাধীনতা দিবসের ছুটিতে অন্তত ২০০টি বন্দুক হামলার ঘটনা ঘটে। দেশজুড়ে বন্দুক হামলায় হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে।
গত মার্চ মাসে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ২০২০ সালের তথ্য-উপাত্ত তুলে ধরে। সেখানে দেখা গেছে, আগের বছর থেকে খুনের হার বেড়েছে ২৫ শতাংশ। ২০২১ সালে এই ধারা অব্যাহত রয়েছে৷ এর মধ্যে বেশিরভাগ খুনই বন্দুক হামলার মাধ্যমে সংগঠিত হয়েছে৷
এদিকে গত জুনের শেষের দিকে প্রেসিডেন্ট বাইডেন বন্দুক সহিংসতা নিয়ন্ত্রণে বিভিন্ন পরিকল্পনা প্রকাশ করেন। এর মধ্যে বন্দুক চোরাচালান বন্ধ এবং বিক্রি নিয়ন্ত্রণ ও আরো বেশি পুলিশ সদস্য নিয়োগ দেয়ার প্রস্তাব করেন তিনি।
গভর্নর অ্যান্ড্রু ক্যুমো জারিকৃত 'জরুরি অবস্থা' স্বাস্থ্য সেবার সাথে সংশ্লিষ্ট করা হয়েছে। এটিকে জনস্বাস্থ্য এবং জন নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
নতুন নির্বাহী আদেশে কী রয়েছে?
১) নিউ ইয়র্ক স্বাস্থ্য দপ্তরের তত্ত্বাবধানে বন্দুক সহিংসতা প্রতিরোধ অফিস তৈরি।
২) বন্দুক হামলার ঘটনার 'ইনসিডেন্ট-লেভেল' তথ্য সংগ্রহ।
৩) যেইসব তরুণদের সহিংসতা করার শঙ্কা রয়েছে, তাদের জন্য কর্মক্ষেত্র সৃষ্টিতে ৫৭ মিলিয়ন ডলার বিনিয়োগ।
৪) রাজ্যের বাইরে থেকে আগ্নেয়াস্ত্র প্রবেশ নিয়ন্ত্রণ করা।