
বাংলাদেশের রাজধানী ঢাকার রাধাকান্ত জিউ মন্দিরে ভাংচুর, হামলা ও প্রতিমা তুলে নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে ইউনাইটেড হিন্দুজ অব ইউএসএ।
গত ২০ মার্চ বিকেলে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে নিউইয়র্কের বিভিন্ন এলাকায় বসবাসরত হিন্দু সম্প্রদায়ের মানুষ যোগ দেন।
শ্যামল করের উপস্থাপনায় প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের বর্তমান সরকারের আমলে হিন্দুদের ওপর প্রায় সাড়ে তিন হাজার হামলা হয়েছে, এটা অত্যন্ত লজ্জার বিষয়। ভবিষ্যতে যেন এসব ঘটনা আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে।
প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন সীতাংশু গুহ, শ্রীজন ভট্টাচার্য, সমীর সরকার, নবেন্দু লহিকাশ দত্ত, শুশীল সাহা, ভজন সরকারসহ আরও অনেকে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।