নিউইয়র্কের আসন্ন ডেমোক্র্যাট দলীয় প্রাইমারী নির্বাচনে স্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-২৪ থেকে ডিষ্ট্রিক্ট লীডার পদে বাংলাদেশি-আমেরিকান শাহ নেওয়াজকে সমর্থন জানালেন দেশী-বিদেশী বিপুল সংখ্যক আমেরিকান।
গতকাল ১০ মার্চ উডসাইডের কুইন্স প্যালেস মিলনায়তনে গোল্ডেন এইজ হোম কেয়ারের কর্ণধার, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট শাহ নেওয়াজের সমর্থনে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা তাকে সমর্থনের কথা জানান এবং তাকে নির্বাচিত করার আহ্বান জানান।
ফ্রেন্ডস ফর শাহ নেওয়াজ-এর ব্যানাওে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। প্রসঙ্গত, আগামী ২৮ জুন এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
শাহ নেওয়াজের সমর্থনে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাবেক ষ্টেট সিনেটর হাইরাম মানসেরাত, অ্যাম্বেলীম্যান পদপ্রার্থী এটর্নী এলবার্ট বালডি এবং মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম।
এছাড়া বিশিষ্ট চিকিৎসক ডা. চৌধুরী সারোয়ারুল হাসান, কমিউনিটি নেতা নাসির আলী খান পল, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মুহাম্মদ শহীদুল্লাহ বক্তব্য রাখেন।
আরও বক্তব্য দিয়েছেন- আব্দুর রহীম হওলাদার, মোহাম্মদ আলী, আহসান হাবীব, নিশান রহীম, তারেক হাসান খান, সাখাওয়াত হোসেন আজম, ফিরোজ আলম, মাকসুদুল হক চৌধুরী, আলমগীর খান আলম।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।