নিউইয়র্ক সিটিতে ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচনে কুইন্স কাউন্টির জজ পদে জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সোমা সায়ীদ। নিউইয়র্কের বোর্ড অব ইলেকশনের পক্ষ থেকে প্রকাশ করা ‘আনঅফিসিয়াল’ ফলাফলে উঠে এসেছে এমন তথ্য।
ফলাফলে উল্লেখ করা হয়, ইতোমধ্যে মোট ৯৫ দশমিক ৪৫ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এতে প্রতিদ্ব›দ্বী প্রার্থী থেকে স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন সোমা সায়ীদ। মোট ৭৪ হাজার ৪৮৭ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মাইকেল এইচ গোল্ডম্যান পেয়েছেন ৭০ হাজার ৭১৪ ভোট।
কুইন্স কাউন্টির জজ পদের লড়াইয়ে মোট ভোট পড়েছে ১ লাখ ৪৬ হাজার ১৯৫টি। এর মধ্যে প্রায় ৫০ দশমিক ৯৫ শতাংশই একা ছিনিয়ে নিয়েছেন সোমা সায়ীদ। আগামী ২রা নভেম্বর, ২০২১ তারিখে অনুষ্টিতব্য চূড়ান্ত নির্বাচনে তিনি রিপাবরিকান পার্টির প্রার্থীকে পরাজিত করবেন সকলেই আশাবাদী।