
রোকেয়া হায়দারকে সংবর্ধনা অনুষ্ঠান
সদ্য অবসরে যাওয়া ভয়েজ অব আমেরিকা বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দারকে সংবর্ধনা দেয়া হয়েছে। ৬ জুন রোববার অনুষ্ঠানটির আয়োজন করেন সংশ্লিষ্ট বিভাগের সহকর্মীরা।
ওয়াশিংটন ডিসির অদুরে ভার্জিনিয়ায় মনোরম পরিবেশে চলে আয়োজনটি। এতে যোগ দেন বাংলা বিভাগের প্রাক্তন প্রধান ইকবাল বাহার চৌধুরী অনুষ্ঠান। আসেন শুভাকাঙ্ক্ষিরাও। তৈরি হয় অন্যরকম পরিবেশ। এসময় রোকেয়া হায়দারের বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে স্মৃতিচারণ করেন ইকবাল বাহার চৌধুরী, ম্যানেজিং এডিটর আনিস আহমেদ, শেগোফতা নাসরীন কুইন।
বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিওএ হাংগেরী বিভাগের প্রাক্তন প্রধান ও রোকেয়া হায়দারের স্বামী জোসেফ বুদে, উর্দু বিভাগের উর্ধতন কর্মকর্তা আয়েসা খালিদ, সেলিম হোসন, তাওহিদ ইসলাম, এজাজ বিন হিউসেন, সানজানা ফিরোজ, নিউইয়র্ক প্রতিনিধি আকবর হায়দার কিরন ও বাংলাভিশনের উত্তর আমেরিকা বিশেষ প্রতিনিধি নিহার সিদ্দিকী।
বাংলা বিভাগের পক্ষে অনুষ্ঠানটি আয়োজন করেন তাহিরা কিবরিয়া ও সাবরিনা চৌধুরী ডোনাক।