ভাষাসৈনিক শাহ সুফি ওসমান আলীর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন বাদ আছর নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদে এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ২০১৪ সালের ২০ জুন ইন্তেকাল করেছেন শাহ সুফি ওসমান আলী।
অনুষ্ঠানে উপস্থিত আলোচকরা শাহ সুফি ওসমান আলীর শিক্ষা, অবদান, সামাজিক সংশ্লিষ্টতা, পারিবারিক ও পেশাগত জীবনসহ নানা দিক তুলে ধরেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা খোরশেদ উদ্দিন খান। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক মনজুরুল এলাহি খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, জেলা প্রেসক্লাবেরে সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী, চ্যানেল আই-এর জেলা প্রতিনিধি জাহিদ হাসানসহ আরও অনেকে।
প্রসঙ্গত, আলহাজ ওসমান আলী ছিলেন একাধারে শিক্ষাবিদ, সমাজসেবক, সুফি-সাধক ও আধ্মাতিক ব্যাক্তিত্ব। তিনি সরকারি উচ্চপদে চাকরী করেও ইসলামের রীতিনীতি পূর্নাঙ্গভাবে পালন করেছেন। জীবনে তিনি ১৩টি মসজিদ ও ৫টি মাদ্রাসা প্রতিষ্ঠাসহ অসংখ্য প্রতিষ্ঠানে নানাভাবে সাহায্য সহযোগীতা করেছেন।
ওসমান আলী ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ পাস করেন। পড়াশোনার পাশাপাশি প্রায় দেড় বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপার ডিভিশন ক্লার্ক পদে চাকরিও করেছেন। এমএ পাস করার সাথে সাথেই সাব-রেজিস্ট্রার পদে নিয়োগ পান সিলেটের বিয়ানীবাজারে। ১৯৫৫ থেকে ১৯৮০ সাল পর্যন্ত তিনি বিভিন্ন স্থানে সাবরেজিস্ট্রার পদে চাকরি করেন। ১৯৮১-৮৭ সাল পর্যন্ত জেলা রেজিস্ট্রার পদে চাকরি করে অবসর গ্রহণ করেন।
সূফী ওসমান আলী (রহ.) শিক্ষকতা, সাব-রেজিস্ট্রার, জেলা রেজিস্ট্রার পদে চাকরি করলেও তার জীবন ছিল সামগ্রিক মূল্যায়নে উজ্জ্বল-অত্যুজ্জ্বল। ৩২ বছর সাব-রেজিস্ট্রার ও জেলা-রেজিস্ট্রার হিসেবে চাকরি করলেও তিনি কোনোদিন এক পয়সা ঘুষ গ্রহণ করেননি। নিষ্ঠা, সততা ও একাগ্রতার কারণে অফিসের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে সর্বনিম্ন পদস্থ কর্মচারী পর্যন্ত সবাই তাকে যথাযথ সম্মান, মূল্যায়ন ও শ্রদ্ধা করত।
মহান এই মানুষটি শুধু নিজে বড় হয়েছেন তাই নয়, সন্তান এবং পরিবারের অন্যান্যদেরকেও মানুষের মতো মানুষ বানিয়েছেন। ১১ সন্তানের মধ্যে বড় মেয়ে কথাসাহিত্যক ও চয়ন প্রকাশনের সত্ত্বাধিকারী কবি লিলি হক, বড় ছেলের স্ত্রী স্বাধীনতা পদকপ্রাপ্ত সুরমা জাহিদ, মেঝ ছেলে আবদুল্লাহ নেত্রকোনা আল মদীনা মহিলা মাদরাসাসহ বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, ছোট ছেলে মুহাম্মদ শহীদুল্লাহ যুক্তরাষ্ট্রের বিশিষ্ট ইন্টারফেইথ লিডার এবং আইটিভি ও চ্যানেল ৭৮৬ এর প্রতিষ্ঠাতা। এ ছাড়া অন্যান্য সন্তানরাও নিজ নিজ জায়গায় সুপ্রতিষ্ঠিত।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।