Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ মুহিত

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ০১:২৫, ২১ জুন ২০২২

জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ মুহিত

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে মোহাম্মদ আবদুল মুহিতকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি রাবাব ফাতিমার স্থলাভিষিক্ত হবেন। আর ফাতিমা জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন শুরু করবেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিসিএস ১১তম ব্যাচের কর্মকর্তা মুহিত। বর্তমানে তিনি ভিয়েনার বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের দায়িত্ব ছাড়াও ‘সমদূরবর্তী রাষ্ট্রদূত’ হিসেবে হাঙ্গেরি, স্লোভেনিয়া ও স্লোভাকিয়ায় বাংলাদেশের হয়ে দায়িত্ব পালন করছেন। 

পেশাদার এ কূটনীতিক এর আগে ডেনমার্ক, এস্তোনিয়া ও আইসল্যান্ডে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি কুয়েত, রোম, দোহা, নিউইয়র্ক এবং ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ মিশনের বিভিন্ন পদে কাজ করেছেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ