ঢাকা বিশ্ববিদ্যালয়
সময়টা ১৮৪৭। সিপাহী বিপ্লবের পর গোটা ভারতবর্ষে নবজাগরণ। নতুন করে এগিয়ে চলার প্রত্যয় শিক্ষিত সমাজের। সেসময় ভাবনায় আসে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা।
আসে সুখবর। ১৯১২ সালের ২ ফেব্রুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেন। ২৭ মে গঠিত হয় ১৩ সদস্যবিশিষ্ট ‘নাথান কমিশন’। চলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাই। ১৯১৩ সালে মেলে ইতিবাচক প্রতিবেদন। তবে, প্রথম বিশ্বযুদ্ধের কারণে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যাত্রা কিছুটা বাধাগ্রস্ত হয়।
৮ বছর পর প্রতিক্ষার অবসান হয়। ১৯২০ সালের ১৩ মার্চ ভারতীয় আইনসভায় ‘দ্য ঢাকা ইউনিভার্সিটি অ্যাক্ট-১৯২০’ পাস হয়। এরপর ২৩ মার্চ গভর্নর জেনারেল এই বিলে সম্মতি দেন। ১৯২১ সালের ১ জুলাই যাত্রা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৯২১ সালের ১ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু। ছিলো তিনটি অনুষদ, ১২টি বিভাগ আর ৮৪৭ শিক্ষার্থী। এরপর থেকে এই দিনটি ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালিত হয়।
প্রতিষ্ঠার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু ভাষা আন্দোলন নয়, বাঙালির অধিকার আদায়ে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।