Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

শাহ নাওয়াজের সমর্থনে ব্যতিক্রমী মোটর শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫০, ১৯ জুন ২০২২

শাহ নাওয়াজের সমর্থনে ব্যতিক্রমী মোটর শোভাযাত্রা

নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট, সংগঠক এবং সমাজসেবক শাহ নওয়াজ নিউইয়র্কের অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট-২৪ থেকে ডিস্ট্রিক্ট লিডার হিসাবে নির্বাচন করছেন। আগামী ২৮ জুন এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

এ উপলক্ষে শাহ নাওয়াজের সমর্থনে গত ১৬ জুন নিউইয়র্ক সিটিতে একটি মোটর শোভাযাত্রা বের হয়। তার সমর্থনে প্লাকার্ড নিয়ে বিপুল সংখ্যক প্রবাসী শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি তার নির্বাচনী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণের মাধ্যমে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করে। 

এর আগে গত ১৩ জুন শাহ নাওয়াজের সমর্থনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। 

সভায় অংশগ্রহনকারী সকলে তাদের বক্তব্যে নিউইর্য়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-২৪ থেকে ডিস্ট্রিক্ট লিডার পদে শাহ নেওয়াজকে সমর্থন প্রদান এবং সহযোগিতার আশ্বাস দেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ