
শুধু বাংলাদেশি নয়, নিউইয়র্কের বিভিন্ন কমিউনিটির কাছে অত্যন্ত সুপরিচিত নাম নিহার সিদ্দিকী। ফটো সাংবাদিক হিসেবে যিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বাংলাদেশি কমিউনিটির অধিকাংশ অনুষ্ঠানে ক্যামেরা হাতে হাজির থাকেন সদা হাস্যজ্জ্বোল এই ব্যক্তিত্ব।
ফটো সাংবাদিক হিসেবে বিশেষ এই অবদানের জন্য ইতোমধ্যে বেশ কয়েকটি অ্যাওয়ার্ড অর্জন করেছেন নিহার। সেই ধারাবাহিকতায় এবার বিশেষ সম্মাননা পেলেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের কাছ থেকে।
সম্মাননা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাভিশনের এই বিশেষ প্রতিনিধি। ক্যামেরা হাতে নিহার সিদ্দিকীর পথচলা প্রায় চার দশকের। এর মধ্যে অন্যতম অর্জন বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ মহাকাশের উদ্দেশে যাত্রা শুরুর সময়টা ক্যানভাসে ধারন করতে পারা।
পরবর্তীতে সেই মাহেন্দ্রক্ষণের আলোকচিত্রের বিশেষ অ্যালবাম নিজ হাতে উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
খুলনায় জন্ম নেওয়া নিহার সিদ্দিকী পড়াশোনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে কন্যা ও স্ত্রীকে নিয়ে নিউইয়র্কে বসবাস করছেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।