Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

টিকার অন্তত ১ ডোজ গ্রহণ করেছেন ৮০ শতাংশ ক্যালিফোর্নিয়াবাসী

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৪, ১ সেপ্টেম্বর ২০২১

টিকার অন্তত ১ ডোজ গ্রহণ করেছেন ৮০ শতাংশ ক্যালিফোর্নিয়াবাসী

ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম মঙ্গলবার (৩১ আগস্ট) এক বিবৃতিতে জানায়, ক্যালিফোর্নিয়ার ১২ ও এর বেশি বয়েসী ৮০ শতাংশ বাসিন্দা করোনা টিকার ১ ডোজ হলেও গ্রহণ করেছেন।

ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের সকল রাজ্যের মধ্যে ক্যালিফোর্নিয়া টিকাদান কার্যক্রমের অগ্রগতির তালিকায় নবম অবস্থানে আছে। যুক্তরাষ্ট্রের অন্যতম জনবহুল রাজ্য হচ্ছে ক্যালিফোর্নিয়া।

মঙ্গলবার অকল্যান্ডের এক টিকাকেন্দ্রে গেভিন নিউসাম বলেন, 'তবে আমাদের জন্য ৮০ শতাংশই শেষ কথা নয়। এখনো যারা দেয়ালের ওপাড়ে আছে, তাদের টিকাদান করতে হবে'।

তিনি বলেন, 'যারা এখনো টিকা গ্রহণ করেননি, তারা যেনো শীঘ্রই টিকা গ্রহণ করে এবং নিজেদের সুরক্ষা নিশ্চিত করে, তা নিশ্চিত করতে হবে। কিভাবে এই মহামারি নির্মূল হবে, তা এই ভ্যাকসিনের মধ্যেই আছে'।

সিডিসির তথ্যানুসারে, ক্যালিফোর্নিয়াজুড়ে ৪৮ মিলিয় ডোজ প্রদান করা হয়েছে এখন পর্যন্ত।

নিউসাম বলেন, 'অন্যান্য অনেক রাজ্য থেকে টিকা গ্রহণের ক্ষেত্রে ক্যালিফোর্নিয়ানরা এগিয়ে আছেন'।

'অল্প সময়ের মধ্যে আমরা ক্যালিফোর্নিয়ার বড় অংশ বাসিন্দাকে টিকার আওতায় আনতে পেরেছি। আমরা চেষ্টা করে যাচ্ছি ক্ষতিগ্রস্ত রাজ্যে টিকা প্রদানের হার আরো বাড়িয়ে তুলতে'- বলেন নিউসাম।

গভর্নর অফিসের প্রকাশিত তথ্য অনুসারে, গত সপ্তাহে ৬ লাখ ৪৩ হাজার ডোজ টিকা প্রদান করা হয়েছে ক্যালিফোর্নিয়ায়। মধ্য জুলাই এর থেকে সংখ্যাটি ৪৪ দশমিক ৭ শতাংশ বেশি। গত পাঁচ সপ্তাহ যাবত ৫ লাখ ডোজ টিকা প্রদান করা হচ্ছে ক্যালিফোর্নিয়ায়।

ক্যালিফোর্নিয়ার প্রায় ৬৫ শতাংশ বাসিন্দা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন। জনসন অ্যান্ড জনসন এর এক ডোজ টিকা, ফাইজার বা মডার্নার দুই ডোজ টিকা গ্রহণ করার দুই সপ্তাহ পর এই সংখ্যাটি বিবেচনা করা হয়।

ক্যালিফোর্নিয়া রাজ্যে টিকাদান আরো গতিশীল করতে আরো বেশকিছু পদক্ষেপ গ্রহণ করছে কর্তৃপক্ষ। যেমন, সকল রাজ্যের কর্মীদের টিকা গ্রহণ করতে হবে অথবা প্রতি সপ্তাহে করোনা পরীক্ষা করতে হবে। সেই সাথে রাজ্যের সকল স্বাস্থ্যকর্মীদের সেপ্টেম্বরের ২০ তারিখের মধ্যে টিকার পূর্ণ ডোজ গ্রহণ করতে হবে। এছাড়া শিক্ষা ক্ষেত্রের সাথে যুক্ত সকল কর্মীদেরও টিকা গ্রহণ করতে হবে।


 চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ