
জ্যামাইকা মুসলিম সেন্টারের (জেএমসি) উদ্যোগে সামার ভেকেশন উপলক্ষে শিশুদের জন্য আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২৮ আগস্ট এটি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা হামদ, নাত, বক্তৃতাসহ নানা প্রতিযোগিতায় অংশ নেয়। পরে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যামাইকা মুসলিম সেন্টারের সভাপতি ডা. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী, সহ সাধারণ সম্পাদক হুমায়ুন খান, ইমাম ও খতিব মির্জা আবু জাফর বেগ।
কমিউনিটি লিডারদের মধ্যে উপস্থিত ছিলেন সাবুল উদ্দিন, ফখরুল ইসলাম দেলোয়ার, মুহাম্মদ শহীদুল্লাহসহ আরও অনেকে। শিক্ষার্থীদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবকরাও। পুরস্কার হাতে পেয়ে দারুল খুশি হয়েছেন খুদে শিক্ষার্থীরা।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।