Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

বৃহত্তর চট্টগ্রাম সমিতি

সিআরবিতে নয়, হাসপাতাল প্রয়োজন দক্ষিণ চট্টগ্রামে

অভিক আহসান

প্রকাশিত: ১৭:২২, ২৮ জুলাই ২০২১

সিআরবিতে নয়, হাসপাতাল প্রয়োজন দক্ষিণ চট্টগ্রামে

বৃহত্তর চট্টগ্রাম সমিতির নেতৃবৃন্দ

চট্টগ্রামের সিআরবিতে শতবর্ষী গাছ কেটে হাসপাতাল নির্মাণের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে প্রবাসী বৃহত্তর চট্টগ্রাম সমিতি। এতে বক্তারা বলেছেন, সিআরবিতে নয়, হাসপাতাল দরকার দক্ষিণ চট্টগ্রামে। গত ২৬ জুলাই সোমবার বিকাল ৫ টায় জ্যাকসন হাইটস্থ পালকি পার্টি সেন্টারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আবু তালেব চৌধুরী চান্দুর সভাপতিত্বে এবং মোহাম্মদ নাজিমের পরিচালনায় চলে সভা। বক্তব্য রাখেন হেলাল মাহমুদ, মৌলানা ওয়াসিম সিদ্দিকী, মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, আবুল কাসেম, মোঃ আলী, হাজী আবদুর রহমান, মৌলানা নুর নবী ফারুক, আকতার হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, চট্টগ্রামে ছুটির দিনে নগরবাসী পরিবার-পরিজন নিয়ে একটু বিনোদনের কোন জায়গা খুঁজে পায় না। চট্টগ্রাম শিশু পার্ক, ফয়েজ লেক, বোটানিকেল গার্ডেন, চিড়িয়াখানা, সিওয়াল সবগুলি সিটি করর্পোরেশন প্রাইভেট কোম্পানীর হাতে লীজ দিয়েছে। যেখানে গিয়ে ৩০০-৫০০ শ’ টাকা প্রবেশ টিকেট দিতে হয়। যা সবার পক্ষে সম্ভব নয়। শুধু সিআরবিতে বাংলাদেশ রেলওয়ে জনসাধারণের জন্য উন্মুক্ত। নগরবাসীর ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে বিনোদন জায়গা হিসেবে পরিচিত সিআরবি। সেই সিআরবিতে ভূমিদস্যুদের হাতে করোনা হাসপাতাল হলে নগরবাসীর সেই বিনোদনের জায়গাও হারিয়ে ফেলবে। সিআরবির সেই জায়গা আর বাংলাদেশ রেলওয়ে ফিরে পাবে না বলে অভিযোগ করেন বক্তারা। 
চট্টগ্রামে আরো একটি বড় হাসপাতাল প্রয়োজন উল্লেখ করে বক্তারা বলেন, শুধু চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল দিয়ে সাধারণ মানুষ চিকিৎসা চাহিদা পূরণ হয় না। তাই সেই সুযোগ নিয়ে প্রাইভেট ক্লিনিক তৈরি করে রমরমা ব্যবসা করছে। 

দক্ষিণ চট্টগ্রামে হাসপাতাল হলে পার্বত্য জেলা বান্দববন, কাপ্তাই, কক্সবাজারের জনগণ সুফল পাবেন বলে জানান বক্তারা। এতে করোনা রোগীর চিকিৎসা ভালভাবে পাবেন। সিআরবিতে চট্টগ্রামবাসী কোনদিন হাসপাতাল করতে দিবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।

সংবাদটি শেয়ার করুনঃ