
ইন্ডিপেন্ডেস ডে-তে বন্ধ থাকবে এডকোচ ব্রিজ
২৪৫-তম স্বাধীনতা দিবস উদযাপন ঘিরে বেশকিছু সতর্কতা ও পরামর্শ দিয়েছে এনওয়াইপিডি। জানানো হয়েছে, রোববার দুইটা থেকে রাত দুইটা পর্যন্ত সিটির বেশকিছু রাস্তাঘাট বন্ধ থাকবে। দুটি বড় ব্রিজ বন্ধ থাকবে। একটি হচ্ছে উইলিয়ামবার্গ ব্রিজ অপরটি এডকোচ কুইন্সবরো ব্রিজ। এছাড়া, ফায়ার ওয়ার্কে বড় ব্যাগপ্যাক, বড় কুলার, অ্যালকোহল বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। মানুষের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে এসব পদক্ষেপের কথা জানিয়েছে নিউইয়র্ক পুলিশ।
অন্যদিকে, দেশের সবচেয়ে বড় ডিপার্টমেন্টাল চেইনশপ মেসি’য জানিয়েছে, তারাও আতশবাজি উৎসবে অংশগ্রহণকারীদের জন্য দু’ধরনের ব্যবস্থা নিয়েছেন। নিউইয়র্কে ৭০ ভাগ মানুষ এখন পর্যন্ত একডোজ ভ্যাকসিন নিয়েছেন। তাই, তারা আতশবাজির কাছাকাছি গিয়ে উৎসবে সামিল হতে পারবেন না। তবে, দুইডোজ টিকাগ্রহণকারীরা অংশ নিতে পারবেন নির্ধিদায়। মেসি’য বলছে, এবার ভিন্ন আঙ্গিকে উৎসব করতে চায় তারা।