Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ত্বহার সন্ধান পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৯, ১৫ জুন ২০২১

ত্বহার সন্ধান পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি

প্রায় ৬ দিন হয়ে গেল, খোঁজ নেই বাংলাদেশের আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানের। এবার স্বামীর সন্ধানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা চেয়ে একটি চিঠি লিখেছেন ত্বহার স্ত্রী সাবিকুন্নাহার।

চিঠিতে সাবিকুন্নাহার লিখেছেন, গত ৮ জুন রাতে রংপুর থেকে ঢাকা আসার পথে আবু ত্বহা মোহাম্মদ আদনান, তার দুই সঙ্গী ও গাড়ি চালক নিখোঁজ হন। তাদের ব্যবহৃত গাড়ি কোথাও পাওয়া যাচ্ছে না। ঢাকার দারুস সালাম ও পল্লবী থানায় গিয়েও কোনো আইনি সাহায্য পাইনি।

প্রধানমন্ত্রীর সহায়তা চেয়ে চিঠিতে তিনি লিখেছেন, আমরা অত্যন্ত উদ্বিগ্ন। কারও সহযোগিতা না পেয়ে আপনার বরাবর শেষ আশ্রয় প্রার্থনা করছি।

সংবাদটি শেয়ার করুনঃ