
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন, ২০২৪ সালে হোয়াইট হাউস পুনর্দখল করবেন। আমেরিকাজুড়ে রিপাবলিকানদের রঙ লালের বন্যা শুরু হয়ে গেছে। প্রতিনিধি পরিষদ এবং সিনেট দখলের পর আগামী নির্বাচনে রিপাবলিকান দল হোয়াইট হাউস দখল করবে।
গত ১৫ জানুয়ারি নির্বাচনী প্রচারণার মতো বিশাল সমাবেশে অ্যারিজোনা রাজ্যের ফ্লোরেন্স শহরে হাজার হাজার উল্লসিত সমর্থকদের সামনে দেয়া বক্তৃতায় ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেছেন।
ট্রাম্প তাঁর সেইভ আমেরিকা ব্যানারে আয়োজিত সমাবেশে বলেছেন, জনসমাজের উপস্থিতিই প্রমাণ করে জনগণ তাদের দেশকে ফিরে পেতে চায়।
ট্রাম্প বলেন, গত নির্বাচনে তাঁকে জালিয়াতি করে হারানো হয়েছে। তাঁর ভক্ত ও সমর্থকদেরও দৃঢ় বিশ্বাস, ট্রাম্পকে জালিয়াতি করে পরাজিত করা হয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় channel786news@gmail.com। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।