ইউরোপে করোনার যে সুনামি লেগেছে তা থেকে বাদ যাচ্ছে না নামিদামি ফুটবল ক্লাব এবং খেলোয়াড়রা। এবার জানা গেলো, ফ্রান্সের রাজধানী প্যারিসে করোনার ঢেউটা আছড়ে পড়েছে বেশ ভালোভাবেই। যার জেরে প্যারিসের ক্লাব পিএসজি ফুটবলার লিওনেল মেসি করোনায় আক্রান্ত হয়েছেন।
পিএসজির পক্ষ থেকে জানানো হয়েছে, সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসিসহ তাদের মোট ৪ জন ফুটবলার করোনা আক্রান্ত। গত সোমবার ফ্রেঞ্চ কাপে মেসিদের ম্যাচ ছিল ভেনেস অলিম্পিক ক্লাবের বিপক্ষে। তার আগে খেলোয়াড়দের নিয়মিত আরটি-পিসিআর টেস্ট করানো হয়।
তাতেই দেখা যায়, মেসিসহ মোট চারজন ফুটবলার করোনায় আক্রান্ত। বাকি তিনজন হলেন লেফট ব্যাক হুয়ান বার্নাট, ব্যাকআপ গোলরক্ষক সার্জিও রিকো এবং ১৯ বছর বয়সী মিডফিল্ডার নাথান বিটুমাজালা।
চারজনকেই সঙ্গে সঙ্গে আইসোলেশনে পাঠানো হয়েছে এবং যথাযত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।