দুই গোল করেছেন মেসি
মেসির জাদুতে বলিভিয়াকে ৪–১ গোলে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। জোড়া গোল করে রেকর্ড উদযাপন করেছেন এই বার্সালোনা তারকা।
আর্জেন্টিনার হয়ে ১৪৮তম ম্যাচ খেলতে নামেন মেসি। রেকর্ড ভাঙার ম্যাচে ২টি গোল করেছেন তিনি, করিয়েছেন আরও ১টি। আর্জেন্টিনার হয়ে বাকি গোলগুলো করেন পাপু গোমেজ ও লাওতারো মার্তিনেজ। এই জয়ে গ্রুপ সেরা হয়ে কোয়ার্টার নিশ্চিত করলো আর্জেন্টিনা।
এদিকে, গ্রুপের আরেক ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে উরুগুয়ে। এতে দ্বিতীয় হয়েই কোয়ার্টার ফাইনালে যাচ্ছে দলটি। সেখানে কলম্বিয়ার মুখোমুখি হবে তারা।