
গত শুক্রবার নিউইয়র্কের হার্লেমে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন এনওয়াইপিডির সদস্য উইলবার্ট মোরা। প্রায় ৪দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে গতকাল মঙ্গলবার মারা গেছেন তিনি। এতে নিউইয়র্ক পুলিশ বিভাগে শোকের ছায়া নেমে এসেছে।
এনওয়াইপিডির কমিশনার কেসেন্ট সাউল বলেন, আমরা গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি, গুলিবিদ্ধ ও পরে কোমায় চলে যাওয়া পুলিশ কর্মকর্তা উইলবার্ট মোরা আর নেই।
কমিশনার বলেন, প্রয়াত পুলিশ কর্মকর্তা এই বাহিনীর প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং এই চাকরিকে বেছে নিয়েছিলেন। তিনি অন্যকে নিরাপদে রাখতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন। তাঁর প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।
প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যায় হার্লেমে পারিবারিক সহিংসতার খবর পেয়ে ছুটে যান নিউইয়র্ক পুলিশ বিভাগের কর্মকর্তারা। পুলিশের উপস্থিতি দেখে এলোপাতাড়ি গুলি চালায় মায়ের সাথে বিবাদে জড়ানো সন্ত্রাসী ছেলে।
ঘটনাস্থলেই পুলিশ কর্মকর্তা জেসন রিভেরা মারা যান। গুরুতর আহত অপর কর্মকর্তা উইলবার্ট হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।