
জর্জ ফ্লয়েডের ভাস্কর্য
নিউইয়র্কে জর্জ ফ্লয়েডের একটি ভাস্কর্য উন্মোচন করার এক সপ্তাহ যেতে না যেতেই সেটি সরিয়ে ফেলেছে কট্টর বর্ণবাদী গোষ্ঠি। ভাস্কর্যটি সরিয়ে সেখানে তাদের নামও লিখে দিয়েছে গ্রুপটি। তাদের নাম প্যাটরিয়ট ফ্রন্ট। এদেরকে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী হেইট গ্রুপ হিসেবে বিবেচনা করা হয়।
ভাস্কর্যে এমন আক্রমণের বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। মূলত ফ্লয়েডকে গলা চেপে ধরে হত্যাকারী পুলিশ কর্মকর্তা ডেরেক চাউভিনকে আদালত সাড়ে ২২ বছর জেল দেওয়ার পরেই ক্ষিপ্ত হয়ে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী গ্রুপটি এই কাজ করেছে।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। এক টুইট বার্তায় তিনি বলেন, আমি স্পষ্ট বুঝতে পারছি, এটি নব্য নাজি গ্রুপেরই কাজ। এই ঘটনার তদন্তে হেইট ক্রাইম টাস্কফোর্সকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।