
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয় থেকে পিএইচডি সম্পন্ন করেছেন বাংলাদেশের দৃষ্টিপ্রতিবন্ধী মেয়ে সুরাইয়া আক্তার। তার পিএইচডির বিষয় ছিল ‘প্রতিবন্ধিতা ও বাংলাদেশের নারী’।
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে এরই মধ্যে চাকরির প্রস্তাব পেয়েছেন তিনি। সুরাইয়া আক্তার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন।
২০১৭ সালে স্বামী মিজানুর রহমান ও এক সন্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সুরাইয়া। তাঁর স্বামীও একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি শেষ করেছেন।
সুরাইয়া আক্তার রেটিনার সমস্যায় ভুগছেন। চার বোনের মধ্যে তাঁর আরেক বোনও দৃষ্টিপ্রতিবন্ধী। ছোট ছোট দুই ছেলেকে নিয়ে পিএইচডি শেষ করতে পারার পেছনে স্বামী মিজানুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন সুরাইয়া।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।