ঢাকা সাংবাদিক ইউনিয়ন তথা ডিইউজের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন সোহেল হায়দার চৌধুরী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরটিভির বার্তা সম্পাদক আকতার হোসেন। ৭২৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সোহেল হায়দার চৌধুরী।
এ পদে প্রতিদ্বন্দ্বিতা করা সাজ্জাদ আলম খান তপু পেয়েছেন ৬৯০ ভোট আর কুদ্দুস আফ্রাদ পেয়েছেন ৪৭৯ ভোট। সাধারণ সম্পাদক পদে ৭৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আকতার হোসেন।
গণমাধ্যমকর্মীদের সংগঠন ডিইউজে নির্বাচন-২০২২-এর ভোটগ্রহণ শুরু হয় আজ মঙ্গলবার সকাল ৯টায়। একটানা ভোট চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। নির্বাচন ঘিরে জাতীয় প্রেস ক্লাব চত্বরে ছিল উৎসবমুখর পরিবেশ। নির্বাচনে ২১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৭১ জন প্রার্থী।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।